২০২৩ আইপিএল ধোনির কেরিয়ারের শেষ আইপিএল হতে চলেছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এর আগে ধোনি বলেছিলেন, চেন্নাইয়ের মাঠে আইপিএল ম্যাচ খেলেই অবসর নিতে চান তিনি। সেই ইচ্ছে চলতি আইপিএলে পূরণ হয়ে গিয়েছে মাহির।
ফলে প্রতিযোগিতার মাঝেই কি অবসর ঘোষণা করতে পারেন ধোনি তা নিয়ে চলছে জল্পনা। নিজের অবসরের বিষয় নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায় এমএস ধোনিকে। কিন্তু এবার নীরবতা ভাঙলেন তিনি। অবসর নিয়ে মুখ খুললেন এমএসডি।
এবার আইপিএলে ধোনিকে অনেকটা পুরনো ছন্দে দেখা গিয়েছে। উইকেট কিপিং থেকে ব্যাটিং ৪১-এও যেন সেই যুবক ধোনি। বিগ হিট, ক্যাচিং থেকে ডিআরএস সিস্টেম, সবকিছুতেই সেরাটা দিচ্ছে সিএসকে অধিনায়ক।
এক অনুষ্ঠানে ধোনিকে অবসর নিয়ে প্রশ্ন করা হয়। কিনি বলেন, ‘ওই সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেকটা সময় পড়ে আছে। এখন আমাদের অনেক ম্যাচ বাকি আছে। আমি যদি কিছু বলি, তাহলে কোচ চাপে পড়ে যাবেন। আমি ওর উপর চাপ তৈরি করতে চাই না।’