ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রথম একাদশ কী হবে তা নিয়ে কৌতুহল বিশ্ব জুড়ে ব্রাজিল ফ্যানেদের মধ্যে। দক্ষিণ কোরিয়া ম্যাচের একাদশ থেকে কোনও পরিবর্তন হবে না একই একাদশথাকবে সেদিকেই নজর সকলের।
এখনও পর্যন্ত যা খবর ৪-২-৩-১ ছকে খেলতে চলেছে ব্রাজিল। সাম্বা ব্রিগেডের গোলপোস্টের অতন্দ্র প্রহরী আলিসন স্বভাবতই থাকবেন একাদশে বহাল। তিতে তার রক্ষণভাগ সাজাতে পারেন এদার মিলিতাও, মার্কিনিয়োস, থিয়েগো সিলভা ও দানিলোকে নিয়ে।
মাঝমাঠের দায়িত্বে ম্যাচের শুরু থেকে প্রথম একাদশে থাকতে পারেন কাসিমিরো, রাফিনিয়া ও লুকাস পাকেতা। আর আক্রমণভাগটায় থাকবেন নেইমার, রিচার্লিসন ও ভিনিসিয়াস জুনিয়র।
ব্রাজিল সম্ভাব্য একাদশ: গোলকিপার-আলিসন বেকার, ডিফেন্স- এদার মিলিটাও, ডিফেন্স- মিলিটাও, মারকুইনহোস, সিলভা, দানিলো, ডিফেন্সিভ মিডফিল্ড- পাকুয়েতা, ক্যাসেমিরো, অ্যাটাকিং মিডফিল্ড- রাফিনা, নেইমার, ভিনিসিয়াস জুনিয়র ও স্ট্রাইকার- রিচার্লিসন।
অপরদিকে,শক্তশালী প্রতিপক্ষ হলেও লড়াই দিতে প্রস্তুত গতবারের রানার্স ক্রোটরা। অনুশীলনে ব্রাজিলের শক্তিশালী অ্যাটাকিং লাইনকে রুখতে আলাদা পরিকল্পনা তৈর করেছেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাটকো ডালিচ। ৪-৩-৩ ছকে খেলতে পারেন ডালিচ।