সরকারি স্কুল বা প্রতিষ্ঠানে লেখালেখির ক্ষেত্রে সা্ধারণত নীল বা কালো কালির কলম ব্যবহার করি। সব গুরুত্বপূর্ণ কাজেই নীল-কালো কালির কলমই ব্যবহার হয়।
আমরা লেখার জন্য বেশিরভাগ সময়েই সাদা রঙের কাগজ ব্যবহার করি৷ আর সাদা কাগজের উপর নীল বা কালো রং ভাল ফুটে ওঠে৷
আর পড়ুয়ারা নীল বা কালো কালিতে লিখলে, শিক্ষকেরাও যদি সেই কালিতেই লেখেন, তাহলে তা আলাদা করে বোঝা যাবে না৷ তাই শিক্ষকেরা ব্যবহার করেন লাল৷