বলিউডের হট সুন্দরীদের তালিকায় একদম সামনের সারিতে উর্বশী রাউতেলা৷ ক্রিকেট ও ক্রিকেটারদের সঙ্গে নিয়ে তাঁর একাধিক গসিপ৷ সেই বলি সুন্দরী একেবারে হাজির হয়ে গেলে টি টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup) ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচে৷ সুন্দরীর এক ঝলক ক্যামেরায় আসতেই ছবি ভাইরাল (Viral)সঙ্গে শুরু জবরদস্ত গসিপ (Gossip)৷