কোকা কোলা লেক। নাম শুনেই হয়তো কিছুটা আন্দাজ করতে পারছেন! এই ঝিলের জলের রঙ অনেকটা কোল্ড ড্রিঙ্কের মতো। ব্রাজিলের এই লেক এখন পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ।
শোনা যায়, এই ঝিলের জলে স্নান করলে নাকি শরীরে বেশ কিছু রোগ সেরে যায়। তাই এখানে নিত্যদিন পর্যটকদের ভিড় লেগেই থাকে।
আসলে এই ঝিলের জল ও নিচের মাটিতে এক ধরণের খনিজ পদার্থ রয়েছে। তাই জলের রঙ কোল্ড ড্রিঙ্কের মতো। স্থানীয় প্রশাসন দাবি করে, এই ঝিলে Rejuvenating Properties রয়েছে। আর সেটা তাদের ওয়েবসাইটে লেখাও রয়েছে।
বিশেষজ্ঞারা বলেন, আয়োডিন ও আয়রন-এর হাই কনসেনট্রেশনের জন্য এই ঝিলের জলের রঙ এমন। স্থানীয় প্রশাসনের দাবি, এই ঝিলের জলে স্নান করা শরীরের পক্ষে ভাল।