প্রিয়াঙ্কা চোপড়া জোনাস: বলিউড ছেড়ে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে হলিউডে পাড়ি জমিয়েছেন প্রিয়াঙ্কা। সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন অভিনেত্রী। তথ্য অনুযায়ী, এক-একটি ছবি অথবা সিরিজে অভিনয় করার জন্য ১৫ থেকে ৪০ কোটি টাকা পারিশ্রমিক নেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।
দীপিকা পাড়ুকোন: সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। বলিউডের প্রথম সারির সুন্দরী ও স্টাইলিশ অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি। প্রতিটি ছবির জন্য ১৫ থেকে ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন রণবীর-ঘরণী।
কঙ্গনা রানাউত বি-টাউনের ‘ক্যুইন’ তিনি। অভিনয় দক্ষতার জোরে নিজের জায়গা বানিয়ে নিয়েছেন টিনসেল টাউনে। হামেশাই বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনামে উঠে আসেন কঙ্গনা। দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি। প্রতিটি ছবির জন্য ১৫ থেকে ২৭ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন অভিনেত্রী।
ক্যাটরিনা কাইফ: বলিউডের অন্যতম সফল অভিনেত্রী হলেন ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ঝুলিতে রয়েছে অসংখ্য হিট ছবি। ‘টাইগার থ্রি’ ছবির শ্যুটিংয়ে আপাতত ব্যস্ত তিনি। তথ্য বলছে, প্রতিটি ছবির জন্য তিনি ১৫ থেকে ২১ কোটি টাকা পারিশ্রমিক নেন ক্যাটরিনা।
আলিয়া ভাট: বর্তমান প্রজন্মের সেরা ও দক্ষ অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন আলিয়া ভাট। আপাতত কাপুর পরিবারের বধূ আলিয়া। রণবীর এবং কন্যা রাহা-কে নিয়ে সুখের সংসার তাঁর। শোনা যায়, প্রতিটি ছবি করার জন্য ১০ থেকে ২০ কোটি টাকা পারিশ্রমিক নেন আলিয়া।
অনুষ্কা শর্মা: বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় অন্যতম হলেন অনুষ্কা শর্মা। তথ্য বলছে, প্রতিটি ছবির জন্য অনুষ্কা চার্জ করেন ৮ থেকে ১২ কোটি টাকা।
২০১৭ ঐশ্বর্য রাই বচ্চন: বলিউডের অন্যতম সফল ও সুন্দরী নায়িকা ঐশ্বর্য। তথ্য বলছে, প্রতিটি ছবির জন্য প্রায় ১০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন বচ্চন-বধূ। এই মাইকেল সিনহো ও রালফ রুসোর ডিজাইনার ড্রেস পরেছিলেন ঐশ্বর্য।